আধার ঘন নিশুতি রাত
চাঁদের আলোয় প্লাবিত পরিবেশ
মায়াজালে ঘেরা স্বপ্নের আবেশ
চোখে চাঁদনীর ঝলমল
হৃদয়ের স্নেহের রাত
মনের মাঝে আবেগ ঘনভূত।
সৃষ্টির সুন্দর তারা হয়ে মিলে
শোভা দিচ্ছে চাঁদের বিলে
শুধু স্বপ্নের বন্ধু হওয়া প্রেমের সুর
নিশুতি রাতের সৃষ্টির আনন্দ হোক মধুর
তবু কভু বাজে হৃদয়ে করুন সুর
ছটফটিয়ে ওঠে প্রাণপাখি অধীর
কাতরতার সমুদ্র প্রগাঢ়
মানে না অনুকম্পার সমব্যথা
গভীর যেমন নিশুতি রাত
বেদনা তেমন তারি মাঝে নিমজ্জিত।
©® সুস্মিতা মুখার্জী
#creativewriting #poems #কবিতা