মৃত্যুর পরিনাম যে অজানা
জীবনের প্রদীপ শিখা নেভে আকস্মাৎ
জানিনা সে কিভাবে আসে
জীবন লীলা করে সাঙ্গ।
জীবনে তরঙ্গিত সুখ দুঃখ
যা ছিল ভালো-মন্দ
যত কিছু দ্বিধাদ্বন্দ্ব
হলো অবসান।
চির শান্তির দেশে
দেহের সাথে সব ক্লান্তি
মৃত্যুর অগ্নিশিখায় হয়ে যাক পুড়ে ছাই।
পড়ে থাকে মানব স্মৃতি
রোমন্থনে ও হৃদয়ে সংগোপনে
ও সময়ের কালে কালে বিস্মৃতির তীরে।
জীবন আয়ু বড় স্বল্প
হেসে খেলে রও হর্ষে
মানব প্রেম ও কল্যাণে হও নিযুক্ত
জীবনের সার্থকতা হেথায় লুকায়ে।
,
©® সুস্মিতা মুখার্জি