হতাম যদি পাখির মতো
ডানা মেলে আকাশে উড়ে...
সাত সমুদ্র, পাহাড়, নদী পেরিয়ে
দেশ বিদেশে উড়াল দিয়ে
মুক্ত বাতাসে আনন্দে দিন কাটাতাম।
সূর্য যখন অস্তমিত
পাখির বাসায় হতাম স্থিত
ভোরের আলো ফুটতো যখন
স্বতঃস্ফুর্তে কিচিরমিচির করতাম কলরব।
হতাম না কখনো উদ্বিগ্ন
থাকতাম সদা নিশ্চিন্ত।
©® সুস্মিতা মুখার্জী