বঙ্গোপসাগরের কিনারায় এক গ্রামে
ঘূর্ণিঝড়ের বার্তা আনে
গ্রামবাসীরা আতঙ্কিত সব
বাড়িঘর সব ভেসে যাবে।
আমফান আর ইয়াসের প্রকট
দেখেছে আগে তারা যে সব
দুর্ভাগাদের হা হুতাশে
টনক নড়লো না শাসকের দল।
অস্থায়ী মাটির বাঁধে
আটকায় কি জলের স্রোত
নিরুপায় মেরামত করে গ্রামের লোক
বাঁচাতে হবে যে তাদের ঘর সংসার।
ঝড়ের মুখে আহা রবে
বাঁধ ভেঙে ভাসলো সব কুঁড়েঘর
ওদের দুর্দশার হিসাব কে রাখে
গড়তে হবে আবার যে সব।
সরকার আসে সরকার যায়
প্রতিবার প্রত্যাশা দেয়
ভোট দিলে গড়ে দেবে স্থায়ী বাঁধ
কোথায় সে সবই কথার খেলাপ।
©® সুস্মিতা মুখোপাধ্যায়