একাকিত্বে পাই অপার,
মনের সুধার অলংকার
আলোর রেখায়, শূন্যে লেখায়
অবাধ্য মন চিরকাল।
আলোর পাশে একা থেকে,
জগতের মেলা হতে বেঁচে,
আমার পথ চলার লক্ষ্য,
স্বপ্নের মেলায় যেখানে ক্ষুধা মেটে।
একাকীত্ব উপভোগ করি
ভাবনা সমুদ্রে নৌকা বন্দী করি,
সময়ের স্পর্শে স্বপ্ন মেলে,
জীবনে নির্মল আনন্দের সন্ধান।
তোমরা যারা কটু কথায় আঘাত করো,
শান্ত স্বভাবের নিন্দা করো,
কিসের দম্ভ, কিসের আস্ফালন?
তোমার পথের ব্যাঘাত নই যে আমি
আমার মতো, আমায় থাকতে দাও।
©® সুস্মিতা মুখার্জি