চৈত্রে হঠাৎ বৃষ্টি পড়লো,
মেঘের ছায়ায় প্রভাত লুকালো।
বৃষ্টির বাতাসে ভেসে গেল পাখিরা,
সতেজ, নবীন নেচে উঠলো সবুজেরা।
ফুলে ফুলে প্লাবিত সুরের মধু,
সিক্ত মনে ছড়ায় আশার বিন্দু।
চৈত্রের বৃষ্টি স্নেহে মন ভরা,
এখন নেই আর জীবনে দুঃখ করা।
চুপ করে শুনি বৃষ্টির আহ্বান,
প্রাণ ভরে নি প্রেমের ধারা।
©® সুস্মিতা মুখার্জী