আজ চারিদিকে ভুতের আনাগোনা
কার্তিক কৃষ্ণপক্ষে ভূতচতুর্দশীর রাতে
গেছো ভূত, মেছ ভূত, পড়ো ভূত নানা
কালো ভূত, সাদা ভূত, বিচিত্র ভুতের আনাগোনা।
পিতৃপক্ষ ও মাতৃপক্ষ পূর্বপুরুষের আগমন হয় মর্ত্যলোকে
প্রজ্জ্বলিত ১৪ প্রদীপ সহকারে
তাহাদের আত্মার মুক্তির উদ্দেশ্যে
ও সারা অশুভ শক্তির বিনাশের লক্ষ্যে।
আসুক পৃথিবীতে শুভ চেতনা
অন্যায় অসূভ শক্তির দমন, সুবিচারের নিয়োজন।
©® সুস্মিতা মুখোপাধ্যায়
সকলকে ভূত চতুর্দশীর শুভেচ্ছা।