দারিদ্র, অশিক্ষিতা, নির্যাতিতা ও ধর্ষিতা নারী
কতদিন রুদ্ধ রাখবে তার কন্ঠ
অবহেলা বৈষম্যের নিষ্ঠুর জীবন্ত বলি
নিত্য অগ্নিপরীক্ষার শিকার সে
উন্মুক্ত আকাশে উড়তে চায় ডানা মেলে
ভয় শিকারীরা কবে এসে দেয় তা কেটে
মুখে হাসি, চোখের জল সে রাখে লুকিয়ে
হৃদয়ের বেদনা থাকে অলক্ষিত তার
আর কণ্ঠস্বর ও কথা হয় স্তব্ধ
না আনন্দের হাসি, না বেদনার কান্না
সংকুচিত জীবদ্দশা তার
©® সুস্মিতা মুখার্জী