মায়ের কথা মনে পড়ে
দুঃখের ভেলায় ভাসি
মায়ের শান্ত স্নেহের পরশ খানি
আমরা আজো বড্ড অভাব বোধ করি।
কি করে হঠাৎ চলে গেলে মা
বিধাতারই লেখন
নার্সিংহোমের অবহেলায়
প্রাণটা হারিয়ে গেল।
বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলো
এখন ব্যবসায়ী কেন্দ্র
হাজারো টেস্টের নামে
হয়েছে মানুষ মারারই কলে পরিনিত।
ব্যবসার নামে ঢুকিয়ে দিল আইসিইউতে তাকে
আমার দিব্যি সুস্থ বৃদ্ধা মাকে
কাল হলো তা, ঠান্ডা লেগে
বুকে হল বড় ইনফেকশন।
ভেন্টিলেটরের প্রয়োগে স্ট্রোকে গেল ওর প্রাণটি
টাকা উপার্জনের ব্যবসায় নেমেছিলেন
কলকাতার এই বড় নামজাদা নার্সিংহোমেটি
দয়া মায়াহীন চিকিৎসক,কর্মী ও কর্তৃপক্ষ।
অনুশোচনা শুধু রয়ে গেল সন্তানদেরই হৃদয়ে
কলকাতায় চিকিৎসা না করে বাইরে কোথাও নিলে।
মা হয়তো আজও থাকতো বেঁচে সুস্থ সবল ভাবে
চোখের জলে বিদায় দিলেম এই কথা স্মরণ করে।
কলকাতায় ভিটাবাড়িতে বেড়াতে এসে একি পরিনাম
জীবনটা হারালো এক নিছক অসুস্থতায়।
আজও তাই অনুশোচনা হয় এই কথাটা ভেবে
বাঁচিয়ে রাখতে পারলাম না মাকে চিকিৎসারই দোষে।
©® সুস্মিতা মুখোপাধ্যায়