আজ কোজাগরী লক্ষ্মী পূজায় বিষন্ন আকাশ মেঘে ছেয়ে যায়।অঝোর ধারায় বৃষ্টি নামে মা কাঁদে অরাজকতার অসন্তোষে।অপমানের একি বোঝা মায়ের জাতের ওপর নারকীয় হিংস্রতা বুকের ব্যথা না সয় আর চোখের জলে রাজ্য ভাসে।©® সুস্মিতা মুখোপাধ্যায় ১৬ই অক্টোবর ২০২৪